
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীর ডিমলা উপজেলায় কর্তব্যরত দুই সাংবাদিকের ওপর সংঘটিত ন্যাক্কারজনক ও বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহল।ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও হামলাকারীদের কাউকে গ্রেপ্তার না করায় জনমনে চরম অসন্তোষ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নে সংবাদ সংগ্রহকালে দৈনিক কালবেলা ডিমলা প্রতিনিধি ও প্রেসক্লাব ডিমলার সহ-সভাপতি কামরুজ্জামান মৃধা (জামান) এবং দৈনিক নয়া দিগন্ত ডিমলা প্রতিনিধি ও প্রেসক্লাব ডিমলার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজোয়ান ইসলাম–এর ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী রাজনৈতিক নেতার নির্দেশনায় সংঘবদ্ধ একটি মব সৃষ্টি করে সন্ত্রাসী কায়দায় সাংবাদিকদের ওপর এ হামলা চালানো হয়। পেশাগত দায়িত্ব পালনকালে সংঘটিত এ বর্বরোচিত হামলাকে স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন সচেতন নাগরিকরা।
স্থানীয়দের অভিযোগ, সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ ঠেকাতেই একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই হামলা ঘটিয়েছে। হামলায় আহত দুই সাংবাদিক বর্তমানে ডিমলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর ডিমলা থানায় একটি মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। এতে সাংবাদিক সমাজের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তীব্র ক্ষোভ ও প্রশ্নের জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, অভিযুক্তরা আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত—এমন আলোচনা বিভিন্ন মহলে চললেও ডিমলা উপজেলা বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করলে তারা জানান,এই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনো নেতা বা কর্মী জড়িত নয় বলে প্রাথমিকভাবে জেনেছি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অপরাধী যে দলেরই হোক, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।
এ ঘটনায় সাংবাদিক সমাজ ডিমলা থানার প্রশাসনের কাছে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে। অন্যথায় কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সাংবাদিক নেতারা বলেন,
সাংবাদিক নির্যাতন বন্ধ করুন, হামলাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করুন।