
জেসমিন আক্তার মনি, নিজস্ব প্রতিবেদক:
খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসের একমাত্র কন্যা ও শিশু শিল্পী সম্প্রীতি বিশ্বাসের ১২তম জন্মদিন এক আবেগঘন ও আনন্দময় পরিবেশে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় খুলনা আর্ট একাডেমিতে এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন নিয়মিত ক্লাসে উপস্থিত শিশু শিল্পীদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কেক কাটার পর সম্প্রীতির স্যার, পিসি, দাদা, কাকা ও বান্ধবীরা তাকে জন্মদিনের উপহার প্রদান করেন। উপহার পেয়ে সম্প্রীতি ভীষণ আনন্দিত হয়। জন্মদিন ঘিরে সকাল থেকে সারাদিনই তার সময় কেটেছে আনন্দ ও উচ্ছ্বাসে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা আর্ট একাডেমির হাতের লেখার প্রশিক্ষক অক্ষর শিল্পী ধনঞ্জয় রায়, সহকারী শিক্ষিকা শর্মী দেবনাথসহ শিশু শিল্পী প্রিয়ন্তী, রাবেয়া, আফিফা, প্রাপ্তি, রাফসান এবং সম্মানিত অভিভাবকবৃন্দ।সবার ভালোবাসা, শুভেচ্ছা ও আন্তরিকতায় সম্প্রীতির জন্মদিনটি হয়ে ওঠে রঙিন ও স্মরণীয়। পরিবার ও স্বজনদের কাছে দিনটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। স্মৃতিভ্রংশে আক্রান্ত ঠাকুমার পাশে দাঁড়িয়ে অল্প বয়সেই নিঃস্বার্থ ভালোবাসা, মমতা ও দায়িত্ববোধের পরিচয় দেওয়ায় সম্প্রীতি বিশ্বাস সবার কাছে আদরের “ছোট মা” নামে পরিচিত।শিশু বয়সেই সম্প্রীতির মানবিকতা ও আত্মত্যাগের মানসিকতা উপস্থিত সবার মন ছুঁয়ে যায়। এ শুভ দিনে পরিবার ও স্বজনদের পক্ষ থেকে প্রার্থনা জানানো হয় সম্প্রীতি বিশ্বাস যেন সুস্থ, সুন্দর ও মানবিক মানুষ হিসেবে বেড়ে ওঠে, পড়াশোনায় মনোযোগী হয়ে ভবিষ্যতে পরিবার ও সমাজের গর্ব হয়ে ওঠে। উল্লেখ্য, সম্প্রীতি দুই ভাই-বোনের মধ্যে ছোট। সবার আশীর্বাদে এই ছোট্ট পরিবারটি যেন ভালোবাসা, সহমর্মিতা ও আলোয় ভরপুর থাকে এমন প্রত্যাশা ব্যক্ত করেন সম্প্রীতির মা-বাবা। শেষে খুলনা আর্ট একাডেমির হাতের লেখার প্রশিক্ষক অক্ষর শিল্পী ধনঞ্জয় রায় সম্প্রীতি বিশ্বাসের সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে বলেন “শুভ জন্মদিন সম্প্রীতি বিশ্বাস। ভালো থেকো, বড় হও, আমাদের সবার গর্ব হয়ে ওঠো।