
রকিবুল হাসান গোলজার
আলোর প্রেমে পড়ে আমি চাঁদকে হারায়েছি,
চাঁদ ডুবেছে তাই আলো নাই সে আফসোসে কাঁদছি।।
উৎজ্বলতার পড়ছি প্রেমে তার পরিচয় হীনে,
পরিচয়ে প্রেমে পরতাম তার মালিকের সনে,
তখন আলো দাসী হয়ে থাকত আমার কাছই।।
প্রেম বিরহ বিষাদ আবেগ চাহিদার এই জীবন,
এসবেরি মিশ্রণে আজ সুখের দুখের ভূবন।
একটির বেশী গুরুত্বে হয় অন্য সুখের ঘাতি,
সে ঘাততিতে প্রবীন-নবীন উভয়ের হয় ক্ষতি,
ব্যালেন্স করে চলছে যে জন তারেই সুখী দেখছি।।