
কলমেঃ মুকুল রাজ
পরিবার ও দেশে চাই যদি শান্তি,
মোদের দুর করতে হবে যত ভ্রান্তি।
প্রতিটি পরিবারে জাগাতে হবে বোধ,
তবেই বাল্য বিয়ে করা যাবে যে প্রতিরোধ।
যদি পরিবার থেকেই বাল্য বিয়ের কারণ,
অপরিণত বয়সে হয় গর্ভধারণ।
হতে পারে যে মাতৃমৃত্যু ঝুঁকি,
শরীরে কতো না রোগ থাকে লুকি,
তখন পরিবারে হতে পারে না সুখি।
অপরিণত বয়সে মা যখন জম্ম দেয় একটি শিশু,
সেই মায়ের আর নবজাতকের কখনো রোগ ছাড়ে না পিছু।
মানি চলি যদি পরিবার পরিকল্পনা,
তবেই বেশি সন্তান জম্মদানে বলব না, না।
পরিবারের মঙ্গল আর উন্নতির লক্ষ্যে,
থাকি পরিবার পরিকল্পনার পক্ষে।
তবেই মোদের সুন্দর গঠন হবে ভবিষ্যৎ,
চলার হবে উন্নতি আর সুন্দরের পথ।
মা ও শিশুর স্বাস্থ্য থাকবে ভালো,
মোদের মুখে ফুটবে হাসির আলো।