
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক সংস্থা ‘সেভেন সীডস-ইউকে’র উদ্যোগে এবং শেখ ইদ্রিস মিয়া ও শেখ এনায়েত হাসানের অর্থায়নে (১৭ জানুয়ারী শনিবার) এই ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে মোট ৩৫৭ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে ২৩ জনকে ছানি ও নেত্রনালী অপারেশনের জন্য শনাক্ত করে হাসপাতালে পাঠানো হয়। এছাড়া ২৯৭ জনকে ওষুধ এবং ১৮৫ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে।
সিলেটের ওসমানীনগরের ভার্ড চক্ষু হাসপাতালের একটি বিশেষজ্ঞ দল এই সেবা পরিচালনা করেন।
উল্লেখ্য, ২০০২ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশে মানবিক কার্যক্রম চালিয়ে আসছে। প্রতিনিধি দলটি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে এবং সামনে আরও কিছু সেবাধর্মী কাজ সম্পন্ন করবে।