কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
জীবন বৃত্তে ঘুরে চলে এলাম বিন্দুর শেষ প্রান্তে
যদি জীবনটা শুরু হতো আবার প্রথম থেকে!
সংসার ঘানি টেনে, কত অকৃতজ্ঞের দিলাম সেবা
অনিদ্রা ক্লান্ত-শ্রান্ত জীবনটা নদীর মত গেছে বেকে!
দেখা হলো জীবন পথে কত স্বার্থান্ধ ধর্মান্ধ মুখোশের নিচে
দু-চোখ বন্ধ করে বিশ্বাসের অথই জলে কত দিয়েছি ডুব,
ঠেকেছি প্রতিবার পারিনাই চিনিবার আহিড়ি সে, করবে আমায় শিকার
আজন্মকাল মেনে নিয়েছি সব নিঃসংকোচে থেকেছি চুপ!
জীবনের ঊষাকাল আসে কি রোজ কারো জীবনে
শৈশব-কৈশোর যৌবন ঠেলে বার্ধক্য ডানা মেলে,
দীর্ঘ জীবনযাত্রার ট্রেনে, কত কাজে দেহের ঘাম ঝরে
কত যাত্রী ওঠে নামে ব্যস্হ পদভারে, কতজন অন্যের জীবন নিয়ে খেলে!
গভীর কষ্ট থাকে জীবনে সবার, অকৃতজ্ঞ যাদের তরে জীবন উজাড়
একসময়ে সুডৌল মসৃন দেহ পল্লবী ঘুনে ধরে অতৃপ্তি নিয়ে,
এ জীবনে পাইনি যাহা, আফসোস মনে তাহা, ফের জনম যদি আসে
ফিরিয়ে দিয়েছিলাম যাকে জীবনের মরু বাঁকে, তৃপ্ত করবো তাকে দিয়ে !
শুধরে নিতাম এ জীবনে করেছি অজ্ঞাতে যত ভুল
সময় চক্র কবিতার পান্ডুলিপি সম নিতাম সাজায়ে !
স্বার্থপর প্রতারক মিথ্যা বাদী থেকে থাকতাম বহুদূরে
অর্থ বিত্ত শ্রমের ঘাম যাদের অকাতরে বিলিয়ে দিলাম, পুনঃ বার দেখতাম তাদের বাজায়ে!
ভুল পথ ভুল সঙ্গ ভুলের পিছে অনাহুত ছুটতাম না আর
যে কথা হয়নি বলা, সাহসের হেলা ফেলা, মন খুলে তাকে বলে দিতাম!
নিজ জীবনটাকে কষ্ট না দিয়ে সত্যিকারে ভালোবাসতাম
ঠাই নাই ঠাই নাই সময়ের অভাব ভাই, সব মিথ্যে, নিজেকে ফিরে দেখতাম, যদি আর-একবার জীবন প্রভাত ফিরে পেতাম!