মোঃ রায়হান পারভেজ নয়ন, স্টাফ রিপোর্ট- নীলফামারী:
নীলফামারীতে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি রবিবার দুপর ২ টায় নিলফামারীর শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন নীলফামারীর আয়োজনে অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা—পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; পানি সম্পদ মন্ত্রণালয়; এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মো. আবু জাফর, পরিচালক (যুগ্মসচিব), স্থানীয় সরকার বিভাগীয় কমিশনার কার্যালয়, রংপুর। সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ নুরুজ্জামান, জেলা প্রশাসক, নীলফামারী।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘হ্যাঁ ভোট’ পরিবর্তনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে এবং জনগণের মতামত প্রতিফলনের জন্য গণভোট একটি কার্যকর মাধ্যম। তিনি ভোটারদের সচেতনভাবে ভোট প্রদানের আহ্বান জানান এবং বলেন, সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি ইতিবাচক পরিবর্তন সম্ভব।
বিশেষ অতিথি মো. আবু জাফর বলেন, গণভোটের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং ভোটারদের উদ্বুদ্ধ করা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, নীলফামারী জেলা প্রশাসন গণভোটের বিষয়ে জনসচেতনতা বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে ভোটারদের মধ্যে আস্থা ও অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।