কলমেঃ কাকলি রানী ঘোষ
হে করুণাময় ঈশ্বর,
গঙ্গাধারা তব পদমূলে,
নীলকান্ত শিরোমনি,
অতুল ঐশ্বর্য ভূষিত,
গদা পদ্ম চক্রধারী,
দিয়েছো অভয় বাণী,
মস্তকে স্বর্ণ মুকুট, কর্ণ কুন্ডল,
পবিত্র শ্রী মূর্তি,
বরণে স্মরণে বন্দিত,
সবই তোমারি আমার কিছুই নাহি,
বেদ তোমার গুনো গান করে,
সন্ত গান তোমার করে ধ্যান
নারদ মনি করে তোমার গুনোকীর্তন ,
তুমি করুণাময় কষ্ট হরণকারী,
তোমায় সর্বদা বন্দনা করি।
তোমার মূর্তি হৃদয়ের স্থাপন করেছি,
তোমার কাছে প্রার্থনা মোরা,
তুমি প্রার্থনা শুনো,
আমায় সঠিক পথ দেখাও।