
কলমে: শিরিনা আক্তার
তোমার নিরবতায় ভাষারা হারিয়ে গেছে
লিখতে পারি না আর কোনো কবিতা।
গাইতে পারি না আর কোনো গান
কন্ঠ হয়েছে বাকরুদ্ধ।
তোমার নিরবতায় আমার স্বপ্নিল ডানা দুটি ভেঙে
ম্লান হয়ে পড়ে রয়
নিঃশব্দ রাতের মতো
আঁধারের বুকে যায় হারিয়ে।
তোমার নিরবতায় চোখের জল হয় নদী
বয়ে যায় অন্তরে,
আশারা সব মরে যায়
স্বপ্নেরা যায় হারিয়ে।
তোমার নিরবতায় ঐ দূরের দমকা হাওয়ারা হঠাৎ
ধেয়ে আসে অশনিসংকেত হয়ে
দিয়ে যায় সিগনাল
হারিয়ে যাওয়ার আগামী ভরসা।
তোমার নিরবতায়
মন পাখিরা আর ওড়ে না
দিগন্তে ডানা মেলে
ঘন আবেগ নিয়ে চোখ আর তাকায় না সর্ষে ফুলের ক্ষেতে।
তোমার নিরবতায়
বাতাস দোলে না
খেলে না আর মন লুকোচুরি।
হাতাশারা আর আলো হয়ে জ্বলে না এখন।
তোমার নিরবতায় ক্লান্ত পথিক
শ্রান্ত হয়ে আর ঘরে ফিরে না
হয়ে যায় নিরুদ্দেশ,
ঘুরে বেড়ায় যাযাবরের প্রহসনে।
তোমার নিরবতায় পাহাড় ভেঙে যায়
ওঠে না গড়ে নতুন কোন শহর।
মন মাঝি নৌকা বেয়ে যায় প্রবল স্রোতে
কিন্তু ফেলে না কোনো নোঙ্গর।
চলে যায় দূরে বহুদূরে
কোনো অজানা ঠিকানায়।
তোমার নিরবতায় আলপনায় আঁকা হয় না
আর কোনো দৃশ্য পট।
শুধু স্মৃতি ফলকে রেখে দিয়েছি
বিন্দু বিন্দু করে
জমা হওয়া
বেদনা গুলো
হয়ে যেতে সিন্ধু অথবা পাহাড়।
হে কবি ভাঙতে নিরবতা
তুমি কবিতায় ফিরে এসো,
গড়তে তাজমহল
এজরা জীর্ণতায়
মনের মনিকোঠায়।