ইমরান আহমদ, স্টাফ রিপোর্টার:
উত্তর সিলেটের অন্যতম সামাজিক ছাত্র সংগঠন গোয়াইনঘাট ছাত্র পরিষদ এর উদ্যোগে গোয়াইনঘাট উপজেলার লামা দমদমা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় বিছনাকান্দি ইউনিয়নের লামা দমদমা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট ছাত্র পরিষদের সহ-সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও অত্র বিদ্যালয়ের সভাপতি মো. সেলিম আহমদ, বিদ্যালয়ের শিক্ষিকা হুসনা বেগম, দাতা সদস্য হাজী মোহাম্মদ আলী, সংগঠনের সাবেক সদস্য আমিনুল হক আরিফ।
এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সামাজিক সংগঠনগুলোর এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও গোয়াইনঘাট ছাত্র পরিষদ শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদী।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাজেরা বেগম, হালিমা আক্তার, কুলসুমা আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।