
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
নীলফামারীর ডিমলা উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামীতে বিভিন্ন দল ও মতাদর্শ থেকে ১৫ জন বিশিষ্ট ব্যক্তি যোগদান করেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) রাতের দিকে ডিমলা উপজেলার ১০ নং পূর্ব ছাতনাই ইউনিয়নের দলীয় শাখায় আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার–ডিমলা) সংসদীয় আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী (দাঁড়িপাল্লা প্রতীক) অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।তার হাত ধরেই নতুন সদস্যরা জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
যোগদানকালে বক্তারা বলেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক, দেশপ্রেমিক ও জনকল্যাণমূলক রাজনৈতিক দল। এ দলের নীতি ও আদর্শ আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে।সমাজ ও দেশের কল্যাণে কাজ করার প্রত্যয়ে আমরা জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।
জামায়াতে ইসলামীতে যোগদানকারীরা হলেন
১. মোঃ আনছার আলী ৪ বারের ইউপি সদস্য, ০৯ নং ওয়ার্ড
২. মোঃ নবীর হোসেন ৬ নং ইউপি সদস্য
৩. মাহবুব আলম শিক্ষক
৪. মোহাম্মদ উল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ কর্মী
৫. আলহাজ্ব ইব্রাহিম সাবেক ইসলামী আন্দোলন (চরমোনাই) দায়িত্বশীল
৬. হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম সাবেক চরমোনাই দায়িত্বশীল
৭. আব্দুল মমিন ব্যবসায়ী
৮. মোঃ আজহার আলী ব্যবসায়ী
৯. মোঃ হাচেনুর রহমান
১০. মোঃ নজরুল ইসলাম
১১. মোঃ আমির হোসেন
১২. মোঃ সাদ্দাম হোসেন
১৩. আলহাজ্ব মোঃ আমির হামজা
১৪. মোঃ রুবেল ইসলাম জুলাই যোদ্ধা
১৫. মোঃ আশরাফুল ইসলাম
১৬. হাফিজার রহমান ব্যবসায়ী
(নাম তালিকায় ১৬ জন থাকলেও আনুষ্ঠানিকভাবে ১৫ জনের যোগদানের ঘোষণা দেওয়া হয়।)
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, নতুন সদস্যদের যোগদানের মাধ্যমে এলাকায় সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় হবে এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গতি আসবে।