
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন প্রজন্ম লোহাগাড়া’র আয়োজনে হ্যাঁ গণভোটের পক্ষে সচেতনতা মুলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারি’২৬ সোমবার, সকাল ১০টায় লোহাগাড়া গ্র্যান্ড মাশাবী রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মাষ্টার মোহাম্মদ ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
সংগঠনের সেক্রেটারী মোহাম্মদ শাহাব উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি লোহাগাড়া উপজেলার সেক্রেটারি ও বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আ ন ম নোমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম, আলহাজ্ব মোস্তফিজুর রহমান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইলিয়াস, লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন এর আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জুনাঈদ চৌধুরী, পদুয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ নুরুল ইসলাম সিকদার, এলডিপি নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মাষ্টার মোহাম্মদ নাছির উদ্দীন, এডভোকেট নাওশাদ আলী ও বীমাবিদ তারেক বিন কবীর।
অনুষ্ঠানে বক্তারা বলেন- গণভোট ২০২৬ সংসদ নিবার্চন দেশের চাবি আপনার হাতে, সংস্কার ও পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট দিন। জুলাই শহীদের সম্মানে এবং তাঁদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের মৌলিক অধিকার আদায়ে হ্যাঁ ভোট দিতে হবে। গণভোটে হ্যাঁ বলি জুলাই সনদ বাস্তবায়ন করি,গণভোটে হ্যাঁ বলি রাষ্ট্র সংস্কার করি।
আগামী জাতীয় সংসদ নিবার্চনে দেশের গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট দিতে সবাইকে হ্যাঁ ভোটের গুরুত্ব সম্পর্কে সচেতন করব এবং ভোটারদের হ্যাঁ দিতে উৎসাহিত করব।