
কলমেঃ আশিক খান নিতু
পোড়া গাছে নতুন পাতা
সাক্ষী আমাজন,
মরা গাছেও ফুল ফুটবেই
জীবন বড় ধন।
মরে যাওয়া কি এতোই সোজা!
জীবন জানে যুঝতে ,
হাতের পরে হাত দিয়ে ঠিক
জীবন শেখায় বাঁচতে।
ঝড়ের বুকে দাঁড়িয়ে থেকেই
শেকড় খোঁজে মাটি,
ভাঙন এসে পথ রুখলেও
নিরাশ হয়নি নদী।
প্রতিটি ক্ষত বলে দেয়
হাল ছেড়ে দেওয়া নয়,
পোড়া বুকেই অগ্নি জ্বালিয়ে
খোঁজে আশার আলো।
জীবন মানে বারবার যুঝে উঠা
অগ্নিশিখা,
অন্তরে বারুদ জ্বালিয়ে নিজেকে বিজয়ী করা।