
কলমে- কাকলি রানী ঘোষ
হে আমার সরস্বতী মাতা,
তোমায় কোটি কোটি প্রণাম,
ওম জয় সরস্বতী ওম জয় সরস্বতী,
বীণা বাদিনী পুস্তক হস্তে,
রাজহংস বাহন তোমারি,
শ্বেত কমল পুষ্প তোমার আসন,
মস্তকে শ্বেত মুকুট,
কণ্ঠে শ্বেত মাল্য কর ধারণ,
শ্বেত বস্ত্র পরিহিতা,
শ্বেত চন্দনের চর্চিতা, শ্বেতাক্ষ সূত্র হস্তে,
সর্বদা শঙ্করাদি প্রভৃতি দেবতা দ্বারা বন্দীতা,
মাঘ মাসে শুক্ল পক্ষের শ্রী পঞ্চমী তিথিতে,
করে সকলেই মিলে তোমার আরাধনা।
শ্বেত পুষ্প, ধুপ, দ্বীপ নানা উপাচারে,
শ্বেত আলপনা শ্বেত আসন উপরি অধিষ্ঠাত করে,
বই খাতা বাদ্যযন্ত্র রাখি চরণতলে,
প্রার্থনায় হয়ে রত, দাও হে মা বিদ্যা তবে,
ব্রহ্মা করিলেন রচনা মহাবিশ্ব।
ভাষার প্রকাশিকা হলেন মাতা সরস্বতী।
জ্ঞানের মহাজগৎ সরস্বতী তব,
আরাধনা করি তোমায়, সদা পূজিতা অন্তরে,
দাও হে মাতা আমাদের সকলের বিদ্যা।
রাখিও চরনে মোদের ভক্তি মুক্তি প্রদানে।
সাদা বিরাজে তুমি শুদ্ধ ভক্ত মনে।