
ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধিঃ
গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সঙ্গে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন ১২ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের নিরাপত্তা, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণে পুলিশের ভূমিকা এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ওসি মোহাম্মদ মনিরুজ্জামান।
তিনি বলেন, নির্বাচনসহ যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় থাকলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সহজ হয়।
মতবিনিময় সভায় থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ মুজাম্মিল, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুল মালিক, ক্লাবের
সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রহিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন ও নির্বাহী সদস্য মারজানুল আযহার জুনেদ উপস্থিত ছিলেন।