হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও থেকে:
ঠাকুরগাঁওয়ে জেলায় প্রাণিসম্পদ বিভাগের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে (সোমবার ১৯ জানুয়ারি) এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ তারেক হোসেন।
সভায় জেলার প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় উপপরিচালক ডা. তারেক হোসেন মানসম্মত প্রাণিজ আমিষ উৎপাদন নিশ্চিতকরণে ঠাকুরগাঁও জেলার বিদ্যমান সমস্যা, সীমাবদ্ধতা ও সম্ভাবনার কথা গভীর মনোযোগ সহকারে শোনেন। তিনি সংশ্লিষ্ট সমস্যাগুলোর বাস্তবভিত্তিক সমাধানে আন্তরিক উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজাহার আহমেদ খান। সভাপতির বক্তব্যে তিনি জেলার প্রাণিসম্পদ খাতের অগ্রগতি, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
মতবিনিময় সভা শেষে উপপরিচালক ডা. মো. তারেক হোসেন আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। পাশাপাশি প্রকল্প কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কারিগরি দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি ঠাকুরগাঁও সদরের একটি চিজ উৎপাদন কারখানা, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র এবং লোকায়ন জাদুঘর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে উন্নয়নমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের পরামর্শ দেন।
দিনব্যাপী এসব কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালকের সফরসূচি শেষ হয়।