
স্টাফ রিপোর্টার:
নীলফামারীর সদর উপজেলার ইটাখোলা ইউপি চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরসহ ৯ জন সদস্য মঙ্গলবার বিএনপিতে যোগদান করেছেন। হেদায়েত আলী শাহ ফকিরের বিরুদ্ধে রামগঞ্জ ট্রাজেডি বিএনপি নেতা হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
আয়োজিত যোগদান অনুষ্ঠানে নবাগত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান নীলফামারী-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির বলেন:- আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করে বিএনপিতে যোগদান করলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ. এইচ. এম. সাইফুল্লাহ রুবেল, যুগ্ম আহ্বায়ক গণ সোহেলী পারভেজ ও মোস্তফা হক প্রধান বাচ্চু।
আওয়ামীলীগের ইটাখোলা ইউনিয়ন চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরের বিরুদ্ধে মামলা সমূহঃ
১। রামগঞ্জ ট্রাজেডি হত্যা মামলার এজহার নামীয় অন্যতম আসামী মামলা নং জিআর ৩২০/২৪ সদর থানা বাদী লিটন
২। বিগতে ৪ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপড় হামলা মামলার এজহার নামীয় অন্যতম আসামী মামলা নং জিআর ২৬৯/২৪ সদর বাদী সৌমিক হাসান
৩। বিগত ৪ আগষ্ট জেলা বিএনপির কার্যালয়সহ শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ লুটতরাজ সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য যুবদল নেতা বাবলার দায়েরকৃত জিআর ২৬৭/২৪ সদর নং মামলার এজহার নামীয় অন্যতম আসামী এছাড়া আরও অনেক মামলার আাসামী মর্মে জানা গেছে
সে আজকে বিএনপিতে যোগদান করেছে সে জেলা আওয়ামীলীগের সহসভাপতি এবং কৃষকলীগের সেক্রেটারি ছিল।