স্টাফ রিপোর্টার:
চট্রগ্রামের সীতাকুন্ডে জঙ্গল সলিমপুরে র্যাব-৭ এর উপসহকারী পরিচালক (ডিএডি) আব্দুল মোতালেব কে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম। তিনি বলেন, এ ধরনের নৃশংস ও কাপুরুষোচিত হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য গভীর উদ্বেগের বিষয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিবৃতিতে নিহত র্যাব সদস্যের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, অপরাধী যেই হোক না কেন, তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ এবং এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং দোষীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।