
কলমেঃ স্বর্ণা তালুকদার
প্রেম রবে এই বুকে থাকিনা আমি যত সুখে দুখে।
থাকবে তুমি এই মনে যতনে
সবার আড়ালে এই নিঠুর ভুবনে,
জানি তুমি হবেনা আমার। পাবেনা তেমায় কখনো,
জানি তোমায় কভু পাবনা তবুও তোমাকে ভালোবাসবো।
তেমার দ্বিধায় ভিজতে চাই
মন কেন উদাসীন হয়ে রয়,
তোমায় দেখে শান্ত এ মন
জাগে যে মনে স্মৃতিরক শিহরণ। প্রেম রবে এই বুকেতে থাকিনা আমি যত দুখে, ভালোবাসা হয়না কখনো পুরনো।
কোথায় সে দিন রাত জাগা ভোর
বাজে শুধু বারবার বিরহের সুর।
মনে পড়ে আজ ও তোমাকে ভুলতে পারিনি আজ ও তোমাকে।