মোঃ আমজাদ হোসেন, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলায় শাশুড়িকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি আপন জামাতা কাজিমুদ্দিন (৫০) কে কিশোরগঞ্জের তাড়াইল থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (১৯ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানা এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মুনিবুর রহমান জানান, কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের বাসিন্দা সালেহা বেগম (৬৫) গত ১৮-১০-২০২৫ তারিখে বাদী হয়ে তার আপন জামাতা কাজিমুদ্দিনের বিরুদ্ধে কাউনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন (ধর্ষণ) আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্তের অংশ হিসেবে থানা পুলিশ অভিযানে নামে।
এরই ধারাবাহিকতায় র্যাবের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাড়াইল থানার একটি ভাড়া বাসা থেকে অভিযুক্ত জামাতাকে গ্রেফতার করা সম্ভব হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।