
সিলেট প্রতিনিধি:
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, জাতীয়তাবাদী রাজনীতির নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক প্রবাসীরা বিশে^র সকল দেশে বিরাজ করছেন। তারা প্রবাসে থেকেও এদেশের প্রতিটি সংকটে সাহসী ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, রেমিটেন্স যোদ্ধারাই দেশকে টিকিয়ে রাখছেন।
জাতীয়তাবাদী নাগরিক সংবর্ধনা পরিষদ সিলেটের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল (জাগো যুবদল) বৃহত্তর সিলেট জেলার প্রতিষ্ঠাতা আহ্বায়ক, আমেরিকার মিশিগান বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা, সিলেট সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ-আমেরিকা মানবাধিকার সংস্থা’র মিশিগান শাখার সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব ফখরুল ইসলাম লয়েছকে দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে আয়োজিত এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (জাগো ছাত্রদল) বৃহত্তর সিলেট জেলার প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র ভারপ্রাপ্ত সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা এম এ মালেক খান।
স্বাগত বক্তব্য রাখেন নাগরিক সংবর্ধনা পরিষদের সদস্য সচিব সিনিয়র সাংবাদিক আকলিছ আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উপদেষ্টা ডা. শামিমুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাচিকশিল্পী ও গবেষক কবি সালেহ আহমদ খসরু, সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, দানবীর আলহাজ্ব কাপ্তান হোসাইন, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মফিজুর রহমান চৌধুরী, কেমুসাস এর সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, দৈনিক নয়া দিগন্ত’র সিলেট বিভাগীয় ব্যুরো চীফ সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের তাপাদার, কবি ও সংগঠক ড. এম এ মোস্তাক, লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটস এর সাবেক ডেপুটি স্পীকার জেনিথ রহমান, সারে যুক্তরাজ্যের কাউন্সিলর জাহাঙ্গীর হক, জগন্নাথপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, প্রিন্সিপাল কাজী শামীমা নাসরিন, কবি এখলাছুর রহমান, কবি কামাল আহমদ, আমিনুল ইসলাম বকুল, কামাল আহমদ, আসাদ মিয়া, বিশিষ্ট সমাজসেবী আব্দুল কাদির দুদু, কামরুল হাসান, মারুফ আহমদ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন রোটরিয়ান জুবায়ের আহমদ এবং কবি আব্দুস সামাদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী রেজওয়ান হোসেন এবং জাতীয় সংগীত ও নাসিদ পরিবেশন করেন আব্দুল্লাহ ফাহিম ও কাওসার হোসাইন।