
মোঃ রফিকুল ইসলাম টিটু
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির কার্যালয় উদ্বোধন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং এতিমখানায় আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ২টায় উপজেলার বাদশাগঞ্জ বাজারে শামছুন্নাহার মার্কেটের একটি কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের উদ্বোধন করেন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম ফজলে রাব্বি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক ধর্মপাশা শাখার ব্যবস্থাপক নিরাময় সরকার।
অনুষ্ঠানে সমিতির সভাপতি শাহ আলম ফরহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম, কার্যকরী সদস্য কাওছারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রবাসে অবস্থানরত সদস্যরা অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
আলোচনা সভায় জানানো হয়, প্রবাসে অবস্থানরত পাইকুরাটি–সেলবরষ ইউনিয়নের বাসিন্দাদের উদ্যোগে ২০২৫ সালের ১৫ জুন এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রায় ১৫০ জন প্রবাসী সদস্য নিয়ে সমিতির কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রবাসীদের পারিবারিক সংকট মোকাবিলা, কর্মসংস্থানের সহায়তা এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য।
ইতোমধ্যে সমিতিটি এলাকার গরিব ও অসহায় মানুষ, শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও ক্রীড়া কার্যক্রমে নিয়মিত সহায়তা দিয়ে আসছে।
অনুষ্ঠান শেষে ৭টি মাদ্রাসা ও এতিমখানা এবং একজন সনাতনধর্মালম্বী ব্যক্তির মাঝে মোট ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা বিতরণ করা হয়।