মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নীলফামারী-১ (ডোমার–ডিমলা) সংসদীয় আসনের প্রার্থীদের মাঝে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী,
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার পেয়েছেন দলীয় প্রতীক দাঁড়িপাল্লা।
বিএনপি জোট থেকে নির্বাচন করছেন বাংলাদেশ জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি।
(খেজুঁর গাছ) মার্কা প্রতীক
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী ন্যাপ-এর চেয়ারম্যান জনাব জেবেল রহমান গনি পেয়েছেন গাভী মার্কা প্রতীক।
এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টি থেকে ডোমার উপজেলার সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তছলিম উদ্দিন পেয়েছেন দলীয় প্রতীক (লাঙ্গল মার্কা)
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নীলফামারী-১ আসনে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার পথ সুগম হলো। প্রার্থীরা নিজ নিজ প্রতীক হাতে পেয়ে নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।