
কলমেঃ ঝুমা আক্তার
মোবাইল এখন হাতের মুঠোয়, সারাটা দিন কাটে,
পড়ার সময় খুললেই দেখি গেম আর ভিডিও নাচে।
খাতা-বই পড়ে থাকে চুপচাপ, মনটা যায় যে সরে,
এক লেভেল আর এক স্কোরেই সময় যায় যে ভরে।
রাত জেগে চোখ লাল হয়ে, ক্লান্ত শরীর মন,
সকালে উঠে পড়ার টেবিল লাগে বড়ই কঠিন ক্ষণ।
আসক্ত হয়ে ভুলে যায় যে পড়াশোনার পথ,
ভবিষ্যৎ যে অন্ধকারে ঢেকে যায় ক্রমশ শত।
মোবাইল ভালো,যদি রাখি সঠিক কাজে মন,
ভুল পথে নিলে ক্ষতি যে তার নেই কোনো গণন।
তাই তো বলি শিক্ষার্থীরা, হও সচেতন আজ,
পড়া আগে, পরে মোবাইল,এটাই হোক আজ কাজ।