
কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
যদি মনে পড়ে সে রাতের স্মৃতি, চলে এসো
চলে এসো হে দয়িত, আছি অপেক্ষায়, ভরিয়ে দেব ভালোবাসায়!
যদি থাকে সে নিশি গাঢ় আধার ঘেরা বা বর্ষার মুষলধারা
আমি মোছাতে সিক্ত দেহ, নহে অন্য কেহ, ‘আমি’ দ্বারে থাকবো খাড়া!
জুই বেলি মালা খোঁপায় পরে, থাকবো দোরে, বধূ সেজে
তোমার প্রিয় শাড়ীর আঁচল, উড়বে সচল, ঘরের মেঝে!
হেমন্তের বৃষ্টি ভিজে, আমি নিজে, নেব তোমায় টেনে ছাদে
চলে এসো ওহে কৃষ্ণ, থাকো তৃষ্ণ, যদি রাধার জন্য মন কাঁদে?
বাজিও সেই মুরালি, হলে দেরি, যা বাজাতে যমুনার পাড়ে
আসবো কলসি কাখে, যমুনার বাকে, সাদা শাড়ী লালপেড়ে!
হইও না উতালা বেশী, আছে প্রতিবেশী, প্রিতম আমার
তোমার মতো, ইচ্ছে যতো, পারিনা প্রকাশি যথা তথা ক্ষেত খামার!
ফেটে যায় বুক, জোড় হারা – ডাকে ডাহুক, মনে নাই সুখ
আদর সোহাগ দিয়ে, গেলে পালিয়ে, গর্ভে ধরা সে স্মৃতি আমার চির অসুখ!