
কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
আমার জীবন টা কাটলো অপূর্ণ অতৃপ্ত ভাবে
একটু একটু করে ছেড়ে দিলে হাত, বুঝলাম না কবে?
ভালোবাসা স্টার লিংক স্যাটালাইট নয়
আমার আকুতি তরঙ্গ তোমার কাছে পৌঁছাতে, পথেই হয় ক্ষয়!
সারাজীবন সাথে রাখবে কথা দিয়েছিলে
যাপিত জীবন চলার পথের গতি বদলে আগেই চলে গিয়েছিলে!
আমি এতই নির্বোধ মূর্খ, বুঝলাম না বদলিয়েছ পথ
তুমি যান্ত্রিক যানে দ্রুত চলে গেছ দূরে, ছেড়ে আমার হাত!
কত দেশ ঘুরলাম দুজন, কত হোটেল রেস্তোরাঁ সাগর সৈকত
আজ এই শিশির ভেঁজা রাতে স্মৃতি হাতরাই কিন্ত চাইছি কোন কৈফিয়ত!
ঝর্ণার মত পাহাড় চিরে, কাঁকড় নুড়ি ঠেলে, একা চলেছি
শুধু মনেহয়, হে ভবিতব্য, বিশ্বাসে কি বিষ গিলেছি!
আমি তোমাকে ছাড়া বেঁচে আছি, কিন্তু ভালোবাসি, আজও ভালোবাসি
কত শহর, দেশ, সুইমিং পুল একসাথে ঘুরেছি, হয়তো শুনে পাবে তোমার হাসি!
তুমি আমায় কেন সাগর সৈকতে, নির্জনে সেই জঙ্গলে মারলে না
না-কি প্রণয়ন অভিনয়ে ফাঁকফোকর রেখে হারলে না?
অপ্রাপ্তির দাহ, তুষের অনলে মত নিরবে দাহ্য
একবারে না মেরে তিলতিল করে মানসিক যন্ত্রণায় মারা, উহ্ অসহ্য!
মনে কি পড়ে বিমানের সিটে, কম্বল গায়ে খুনসুটি
বিমানবালা তোমার দুষ্টুমি দেখে, হেঁসে হয়েছিলো কুটিকুটি!