
কলমে: নাইমুর রহমান সোহাগ
জ্ঞান হাতে নিয়ে যে করে পাপ,
সে অজ্ঞ নয়—সে ভয়ংকর সাপ।
চোখে তার আলো, অন্তর অন্ধ,
বিবেক ঘুমায়, লোভে সে বন্দী নির্লজ্জ নির্দ্বন্দ্ব।
জানে সে সত্য, তবু মিথ্যা বোনে,
ন্যায়কে হত্যা করে যুক্তির কোণে।
কলম তার বিষ, ভাষা তার ফাঁদ,
সভ্যতার বুকে বসায় সে নিষ্ঠুর ঘাত।
অজ্ঞের ভুলে আছে অনুশোচনা,
জ্ঞানপাপীর পাপে নেই লজ্জা-বেদনা।
জেনে বুঝে যে করে অন্যায়,
তার পাপের ভার পাহাড়সম প্রলয়সম প্রায়।
সে বলে—“সবই কৌশল, সবই খেলা”,
মানবতা তার কাছে নিছক অবেলা।
ধর্ম, নীতি, ইতিহাস, বিবেক—
সব বিক্রি হয় তার স্বার্থের একেকটি চেকে।
জ্ঞান যখন হয় ক্ষমতার দাস,
তখন জন্ম নেয় শোষণের ইতিহাস।
বুদ্ধির ছুরি, হিসাবি ঘা,
নীরব কান্নায় ভরে ওঠে সমাজের গা।
হে মানব, সাবধান হও আজ,
জ্ঞানই হোক আলো, না হোক আগুন-সাজ।
জ্ঞান যদি না রাখে নৈতিক বাঁধন,
সে জ্ঞানই ডাকে সভ্যতার পতন।
জ্ঞান হোক সেবা, হোক সত্যের পাথেয়,
না হোক পাপের মসনদ, না হোক মৃত্যুর দেয়।
নইলে ইতিহাস ডাক দেবে কঠোর ভাষায়—
“জ্ঞানপাপীই ছিল সবচেয়ে বড় বিশ্বাসঘাতক মানবতার ন্যায়।”