
কলমে: শিরিনা আক্তার
প্রিয় তোমাকে ভালবাসি শতবার
বিদীর্ণ হৃদয়ে বেদনা দোলায়,
তপ্ত নিঃশ্বাসে বালুকাবেলায়
স্বপ্নের বসবাস।
তোমার ছোঁয়ায় নব যুগ রচনা হয়েছে আবার।
বৃক্ষের পাতার রন্ধে
স্বরলিপির তরঙ্গের ছন্দেের মতো
হও আন্দোলিত।
আমার বিপ্লবী ইতিহাস গুলো
হয়ে যায় রোমাঞ্চিত
তোমার ভালোবাসার মতো
আবার কখনো
তোমার চিন্তাস্রোতে বদলে যায় পৃথিবী,
সংকট দূর হয় এই সভ্যতার।
কখনো কবির মানসপটে হয়ে আলো ছায়া
চারিদিক মুখরিত
রেখে যাও কায়া
হয়ে যাও চেতনার নদী
শ্যামলের স্রোতে
দিগন্তের পথে,
অপলক চেয়ে থেকে
হারিয়ে যাও বারংবার।
অবশেষে ফিরে আসো ঐশ্বর্য হয়ে
মায়াবী চাঁদের জোছনার মতো।
চন্দ্রিমার আলো খুঁজে পেতে
তোমার
আধাঁরেরা হারিয়ে যায় –
শীতল বাতাসে আর আকাশে।
রাতজাগা প্রহসনে ও
তোমাকে পাই
বয়ে চলা নদীর মতো ধীর।
তুমি আমার রুদ্র আকাশে হয়ে
ছায়াবীথি
শূন্যতার- পূর্ণতায়
হয়ে মিলন প্রিতী।
এই ক্লিষ্ট পৃথিবীতে
বিজয়ী হয়ে
একদিন কাছে আসবে আবার।
প্রিয় তোমাকে ভালবাসি শতবার।