আব্দুল বাতিন ফয়সল, কানাডা টরন্টো থেকে:
"একতাই আমাদের শক্তি " এই স্লোগান নিয়ে নতুন যাত্রা করা জগন্নাথপুর উপজেলা এসোসিয়েশন টরন্টো কানাডার অভিষেক সম্পন্ন হয়েছে। বর্ণাঢ্য আয়োজন বাংলাদেশী কমিউনিটির স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত উপস্থিতি ও আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে অভিষিক্তরা ভবিষ্যৎ কর্মপন্থা, ঐক্য, ভালোবাসা ও প্রবাসে থেকেও শেকড়ের প্রতি গভীর দায়বদ্ধতার অঙ্গীকার ব্যক্ত করেন ।
১৮ জানুয়াৱী রবিবার রাতে কানাডা টরন্টো দি রয়েল কানাডিয়ান লিজিওন হলে বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। জগন্নাথপুর উপজেলা এসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল ইসলাম জায়গীরদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমদ এর পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অন্টারিও প্রাদেশিক সংসদের সদস্য বাংলাদেশী বংশোদ্ভূত (এমপিপি) ডলি বেগম। অভিষেক উদযাপন কমিটির আহবায়ক মোঃ শামীম মিয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ মাসুক মিয়া, ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন এর ফাউন্ডার কনভেনার মোঃ আখলাক হোসেন, টরন্টো ভোরের আলো পত্রিকার সম্পাদক আহাদ খন্দকার, বাংলাদেশী কানাডিয়ান ফাউন্ডেশন সভাপতি মঈন উদ্দিন চৌধুরী, ইমিগ্রেশন কনসালটেনট প্রফেসর তানভীর আহমদ চৌধুরী, ব্যারিস্টার আরিফ হোসাইন, ওসমানী স্পোর্টস ক্লাবের সভাপতি জাকারিয়া চৌধুরী, জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইন্ক এর সাধারণ সম্পাদক মইনুর রহমান আজিজ, কলামিস্ট গিয়াস উদ্দিন। অভিষেক অনুষ্ঠানে অভিষিক্তদের শপথ বাক্য পাঠ করান প্রফেসর আতাউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অন্টারিও প্রাদেশিক সংসদের সদস্য বাংলাদেশী বংশোদ্ভূত (এমপিপি) ডলি বেগম বলেন, সুনামগঞ্জ শিক্ষা ও সংস্কৃতিতে বাংলাদেশের সমৃদ্ধ অঞ্চল। সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে এই অঞ্চলসহ বাংলাদেশকে সারা বিশ্বে তুলে ধরেছেন। নবগঠিত জগন্নাথপুর উপজেলা এসোসিয়েশন সদস্যৱা অভিষিক্ত হওয়ার মাধ্যমে
তাদের শেকড়, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে গতিশীল, শক্তিশালী ও জনকল্যাণমুখী কৱে ভবিষ্যতেও ঐক্য, সৌহার্দ্য ও কল্যাণের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি নবনির্বাচিত কার্যকরী কমিটিকে অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান জিতু, সাধারণ সম্পাদক আবদুর রশিদ, ছাতক উপজেলা এসোসিয়েশনের সভাপতি আমজাদ আলী, ছাতক দোয়ারা এসোসিয়েশনের সভাপতি মিলাদ আহমদ, সুনামগঞ্জ এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মোঃ কফিল উদ্দিন বাবলু, টরন্টো কসমোপলিটন রোটারী ক্লাবের প্রেসিডেন্ট কামিল হোসেন, দিরাই উপজেলা এসোসিয়েশনের সেক্রেটাৱী মোস্তাক চৌধুরী, জগন্নাথপুৱ উপজেলা এসোসিয়েশনেৱ নির্বাহী সহ সভাপতি আলীবর্দি খান সুহেল, উপদেষ্টা সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য সাবিনা সুলতানা,সহ সভাপতি তাজিবুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের শিশু, জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিটন চন্দ্র দেব, প্রচার সম্পাদক সৈয়দ তানভীর আলম, ক্রীড়া সম্পাদক তুহিন মিয়া প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলায়ত করেন হাফিজ রুহুল আমিন ও গীতা পাঠ কৱেন নিকলেশ দাশ। বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিচালনা করেন মোঃ জাহিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে ধন্যবাদ বক্তব্য রাখেন অভিষেক উদযাপন কমিটির কো- কনভেনার প্রফেসর মোঃ আশিকুজজামান।