
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ আসনে এবিপার্টি মনোনীত এমপি প্রার্থী জননেতা সৈয়দ তালহা আলম জগন্নাথপুরে গণসংযোগ করেছেন। ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পৌর পয়েন্টে সর্বস্তরের জনতার সাথে গণসংযোগ করেন সৈয়দ তালহা আলম। পরে তিনি জগন্নাথপুর বাজারের দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ী ও পথচারী জনতার সাথে গণসংযোগ করেন।
এ সময় এবিপার্টি জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক আলী আছগর ইমন, মাওলানা উজাইরুল হক, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সহ-সাধারণ সম্পাদক লিটন মিয়া, ব্যবসায়ী আবদাল মিয়া, বাবুল দাস, মাওলানা এরশাদ আহমদ, মাওলানা শাহিনুর রহমান, মাওলানা আতিকুল ইসলাম, জাকির হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষ সাথে ছিলেন। গণসংযোগকালে সৈয়দ তালহা আলম জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলাবাসীর দোয়া, ভালবাসা ও ঈগল প্রতীকে ভোট কামনা করেন।