
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
নীলফামারীর জলঢাকা উপজেলায় জনপ্রতিনিধি ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেন্ডার সমতা নিশ্চিতকরণ ও বৈষম্য নিরসনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। ‘জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং)’ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ওয়াচের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)।
ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিমুলবাড়ী ইউনিয়নের সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিষ রায়, ডেমোক্রেসি ওয়াচের ফেসিং প্রকল্পের জেলা সমন্বয়কারী মুজিবুর রহমান, উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক সিরাজুল ইসলাম, সদস্য সচিব শিরিন আক্তার আশা, সদস্য ও সাংবাদিক আবেদ আলী এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার নাদিরা আক্তার।
গণশুনানিতে অংশগ্রহণকারী সাধারণ মানুষ বিভিন্ন সেবাসংক্রান্ত প্রশ্ন ও সমস্যার কথা তুলে ধরেন। এসব প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তা। একই সঙ্গে জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, সেবার মান ও জবাবদিহিতা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেসিং প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুর রউফ। গণশুনানিতে স্থানীয় পর্যায়ের প্রায় ৬০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, কানাডিয়ান হাই কমিশন ও সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক সহযোগিতায় বেসরকারি সংস্থা উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এ কর্মসূচির আয়োজন করে।