
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
নীলফামারীর ডিমলা উপজেলায় শাকসু (ছাত্র সংসদ) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং দ্রুত নির্বাচন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় ডিমলা উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিমলা বিজয় চত্বর সড়কে এসে অবস্থান নেয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগরের সভাপতি মোহাম্মদ আতিকুজ্জামান আতিক। তিনি বলেন,
ইসলামী ছাত্রশিবিরকে পরাজিত করার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই আমাদের দমিয়ে রাখতে পারেনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে আমাদের বিজয়ই তার জ্বলন্ত প্রমাণ।
তিনি আরও বলেন, শাকসু নির্বাচন বারবার স্থগিত রেখে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে গণতান্ত্রিক পরিবেশে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রেজাউল করিম, ডিমলা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. রহমত আলী, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ওহেদুজ্জামান বাবুলুসহ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী।
বক্তারা দ্রুত শাকসু নির্বাচন বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রশিবির আগামীতেও রাজপথে থাকবে।