
সাবিত রিজওয়ান
আমি পাগলামি করি।
ওরা আমাকে পাগল ভাবে।
এই ভাবাটার মধ্যেই আমার এক ধরনের অদ্ভুত আনন্দ আছে। কারণ কজনই বা ভালো মানুষকে নিয়ে ভাবে? ভালো মানুষদের মানুষ সহজেই ভুলে যায়। কিন্তু যারা একটু পাগলামি করে, তারা অনেক দিন মনে থাকে।
ওরা আমাকে পাগল ভাবুক, সমস্যা নেই।
সত্যি বলতে, পাগলামি করাটা আমার কাছেও সবসময় ভালো লাগে না।
কিন্তু এই পাগলামির মধ্যেই আমি একটু হালকা হই।
ওরা নিজেদের গণ্যমান্য মনে করুক, তাতে আমার আপত্তি নেই।
আমি দেখেছি, গণ্যমান্যরা খুব বেশি দিন স্মরণীয় থাকে না।
আর আমি, যাদের কাছে পাগলামি করি, তাদের কাছেই রয়ে যাই স্মরণে।
এই স্মরণে থাকাটাই আমার কাছে এক ধরনের জয়।
যারা পাগলামি সহ্য করতে পারে না,
বা মানুষকে শুধু হিসাবের খাতায় মাপে,
তারা আসলে দুর্ভাগা।
কারণ কোনোদিন যদি তারাও এমন জায়গায় পৌঁছে যায়
যেখানে মন খুলে একটু উল্টোপাল্টা হওয়ার দরকার পড়ে,
তখন তারা ইনজয় করতে পারবে না।
তাদের পাগলামি হবে স্বাদহীন।
আমার পাগলামি যদি একজন মানুষও মনে রাখে,
তাতেই আমার এক ধরনের তৃপ্তি আছে।
এই পাগলামির ভেতর দিয়েই আমি অনেক কিছু ভুলে থাকার চেষ্টা করি।
দুঃখ, হতাশা, নিজের ভেতরের চাপ।
সব ভুলে যাওয়া যায় না, জানি।
কিন্তু যতক্ষণ দুশ্চিন্তা কমে,
ততক্ষণ পাগলামি হয়তো আমাকে বাঁচিয়ে রাখে।
আয়ু বাড়ে কি না জানি না,
কিন্তু যারা সারাক্ষণ দুশ্চিন্তা করে,
তাদের অনেককেই আমি আগেই মরে যেতে দেখেছি,
ভেতর থেকে।
যারা দুঃখ শেয়ার করতে শেখেনি,
তারা চুপচাপ, ধীরে ধীরে,
তিলে তিলে মরে যায়।
এত সুন্দর জীবন, অথচ কী ভয়ংকর নীরব মৃত্যু।
আমি তাই পাগলামি করি।
কারণ এই পাগলামিই আমাকে বাঁচিয়ে রাখে।