সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে এক বাড়িতে টিন কেটে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার,মোটরসাইকেলসহ নগদ অর্থ লুট করে নিয়েছে র্দুবুত্তরা । বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৪ টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের সোনাটেংরা গ্রামের ফারুক হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছেন। আটককৃত হলেন, উপজেলার চান্দহর ইউনিয়নের সোনাটেংরা গ্রামের মৃত.মনসুর আলীর ছেলে রায়হান শেখ(২০)
ভুক্তভোগী পরিবারের নিকট আত্বীয়রা জানান,ফারুক খানের বসতবাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ৩ জন ডাকাত টিন কেটে ঘরে প্রবেশ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রীকে গলায় ছুরি ধরে ২টা স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি, তিনটি স্বর্ণের কানের দুল সাথে ২১ ভরি রুপার অলংকার, নগদ টাকা ও একটি প্লাটিনামা মোটরসাইকেল নিয়ে যায়। এ সময় উপজেলার বাগুর্লী তদন্ত কেন্দ্রের পুলিশকে অবগত করা হলে তারা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে ডাকাতির সাথে জড়িত সন্দেহজনকভাবে ১জনকে আটক করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে। আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লুটে নেয়া মালামাল উদ্ধারের চেস্টা চলছে বলেও জানান তিনি।