
ডিভোর্স ডিভোর্স করো তুমি
ডিভোর্সের কি জ্বালা ভারি
সে কথা কি জানো তুমি নারী।
প্রথম স্বামীর ছাড়লে ঘর
আপন মানুষ করলে পর
অন্য জায়গায় বাঁধলে ঘর
সেথায় যদি না পাও সুখ
কেমনে তুমি দেখাবে মুখ।
ডিভোর্সের পর যায় রে বোঝা
জীবন চলা নাইরে সোজা
যারা ছিল তোমার পাশে
তারা এখন মুচকি হাসে।