
কলমে: নাইমুর রহমান সোহাগ
ভোটটা হোক ন্যায়ের পক্ষে, সত্যের আলোয় ভরা,
দেশ ও জনগণের উন্নয়নে অঙ্গীকারে দৃঢ় করা।
অন্যায়-জুলুমের বিপক্ষে হোক ব্যালটের ঘোষণা,
চুপ থাকাও যে অপরাধ— আজ বুঝুক এই সীমানা।
ভোট কোনো দান নয় ভাই, এটা রক্তে কেনা অধিকার,
বিক্রি করলে নিজের হাতেই ভাঙো ভবিষ্যৎ দরকার।
লোভের নোটে চোখ ঢাকলে অন্ধ হয় বিবেক,
মিথ্যার শাসনে হারিয়ে যায় মানুষের ন্যায্য একেক।
ভোট দাও বুঝে, ভয় ভেঙে, প্রশ্ন করো জোরে,
কে লুটেছে দেশটাকে, কে রেখেছে অন্ধকার ঘোরে।
মুখের কথা নয়, খোঁজ নাও কাজের হিসাব,
জনগণের পাশে ছিল কে, কে করেছে কেবল নাটক।
ভোট দাও যোগ্য মানুষকে, ক্ষমতার নয়— দায়িত্বে,
যে দাঁড়ায় নিপীড়িতের পাশে সাহসী সত্যে।
প্রভুর তরে দাও ভোটটা— সৎ সাক্ষ্য হিসেবে,
জেনে রেখো, প্রতিটি ভোট লেখা থাকে বিবেকের খাতাতে।
একটা ভোট মানে প্রতিবাদ, একটা ভোট মানে লড়াই,
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো— নীরবতা এখানে নাই।
ভোট মানে শোষণের শিকল ভাঙার শপথ আজ,
ভোট মানে দুর্নীতির মুখে সত্যের তীব্র আওয়াজ।
ভোটের হাওয়া আসুক এমন, কাঁপুক মিথ্যার সিংহাসন,
জাগুক মানুষ, জাগুক দেশ, জাগুক বিবেক-চেতন।
আজ যদি ভুল করি আমরা, ইতিহাস করবে প্রশ্ন,
সেই প্রশ্নের উত্তরে থাক— ন্যায়ের পক্ষে ভোট ছিল দৃঢ় স্পর্শ।