কলমে: জনিক দেবনাথ
যেন হেন মন তরি,
ভাসেনো গঙ্গা জলে,
যাহা হেন মোর তরি
নিয়ে গেল চিলে।
চারদিক তাকাই হেন,
যেন লাগে ফাঁকা,
তব হেন মোর তরি,
চারোদিক বাঁকা।
গেল গেল দিন গেল,
আমি কি তা ঘরি,
ভাসেনো নয়ন জলে,
ওহে সোনার তরি।
আদুরি শয়ন গেল,
গেল কোল বেলা,
মাঝি হীনা সোনারতরি,
কি-না অবহেলা।
বাকা নয়ন বাঁধিলে পানি,
ঝড়ে গড়ে পরে,
বাধিনো সাধের তরি
গঙ্গা জল গড়ে।
নয়ন সাগর গড়ে,
লহে শত বর্জ,
আমারি সাধের তরি
কিনা রনতুর্জ।
ডেকে গেটে সাধের তরি,
কি যে পার করি,
যাহা আমার সঙ্গ সাথি,
ওহে সাধের তরি।