খুলনা প্রতিনিধি:
খুলনা আর্ট একাডেমির ১০ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী শিল্পী সজীব মন্ডল নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট এর তৃতীয় বর্ষ থেকে শিক্ষাবৃত্তি–২০২৫ ও সনদপত্র অর্জন করেছেন। সম্প্রতি তাঁরা মোবাইল ফোনে খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসকে বিষয়টি অবহিত করেন এবং তাঁর আশীর্বাদ প্রার্থনা করেন।আলাপকালে তাঁরা জানান, মোট ১৩ জন শিক্ষার্থীকে এই বছর নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট থেকে শিক্ষাবৃত্তি–২০২৫ ও সনদপত্র প্রদান করা হয়েছে। তার মধ্যে খুলনা আর্ট একাডেমির মোট ৫ জন শিক্ষার্থী উক্ত শিক্ষাবৃত্তি ও সনদপত্র অর্জন করতে সক্ষম হয়েছে। যা একাডেমির ধারাবাহিক সাফল্যের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ উপলক্ষে চিত্রশিল্পী মিলন বিশ্বাস শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন,“তোমাদের অর্জনেই আমাদের পূর্ণতা। তোমরাই আমাদের প্রতিষ্ঠানের গর্ব। ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে এই প্রত্যাশা করি।”তিনি আরও জানান, এই সফলতার ধারাবাহিকতায় বর্তমানে ২০২৫ সালে খুলনা আর্ট একাডেমির ১৬তম ব্যাচ পরিচালিত হচ্ছে। ২০১০ সাল থেকে এ পর্যন্ত একাডেমির ২৩০ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে অধ্যয়নের সুযোগ লাভ করেছে।শিক্ষার্থীদের উদ্দেশ্যে আশীর্বাদ জানিয়ে তিনি বলেন,“তোমরাই আগামী দিনের স্বনামধন্য শিল্পী হিসেবে পরিচিতি লাভ করো।”এ সময় তিনি সকলের কাছে খুলনা আর্ট একাডেমির চারু শিল্পীদের জন্য শুভকামনা কামনা করেন, যেন তারা পড়াশোনা সম্পন্ন করে শিল্পচর্চার মাধ্যমে দেশের জন্য ইতিবাচক ও সৃজনশীল অবদান রাখতে পারে।