কলমেঃ বিদ্যুৎ চন্দ্র বর্মন
একটি নাম, এক স্বপ্ন, এক দৃঢ় অঙ্গীকার—
বিদ্যুৎ ফাউন্ডেশন,
যেখানে রাজনীতি নয়,
মানুষই একমাত্র পরিচয় ও পরিচ্ছন্ন সংজ্ঞা।
সততা যার পথচলা,
নিষ্ঠা যার সাহস,
মানবিক দায়িত্ববোধ বুকে নিয়ে
দিন-রাত নিরলস প্রয়াস।
একতা, মানবতা আর সেবার বন্ধনে,
গড়ে উঠুক আগামীর দেশ—
এই স্লোগান শুধু শব্দ নয়,
এটাই আমাদের শ্বাস-প্রশ্বাস, বিশ্বাসের বেশ।
প্রতিটি পরিবার, প্রতিটি মানুষ,
প্রতিটি কষ্টের গল্প জানি আমরা,
একই ছাদের নিচে থেকেও
সবার দুশ্চিন্তা যে আলাদা—তা বুঝি আমরা।
আজকের বাজার, কঠিন বাস্তবতা—
দামের ভারে নুয়ে পড়ে সংসার,
পাঁচ কিংবা দশ টাকার ছাড়ও যেন
হয়ে গেছে দুষ্প্রাপ্য উপহার।
এই চাপ, এই দীর্ঘশ্বাস,
এই নীরব কষ্টের ভার—
লাঘব করতেই এগিয়ে এসেছে
বিদ্যুৎ ফাউন্ডেশনের মানবিক হাতিয়ার।
সুলভ মূল্যে চাল-ডাল-তেল,
লবণ, চিনি, ময়দা সাথে,
শিশুখাদ্য, গৃহস্থালি,
নিত্যপ্রয়োজন—সবই মানুষের পাশে।
লক্ষ্য একটাই, খুব সহজ, খুব সোজা—
খরচ কমুক, ফিরুক স্বস্তি,
বাজারের ভয়ে যেন কোনো মা
রাতে না হারায় শান্তির দৃষ্টি।
কিন্তু আমরা থামি না শুধু পণ্যে,
আমরা থামি না হিসাবের খাতায়—
মানবিকতায় বিশ্বাসী আমরা,
মানুষের পাশে থাকি সব কাতারে, সব প্রান্তে।
অসহায় হলে হাত বাড়াই,
রোগী হলে চিকিৎসা দিই,
শিক্ষার আলো ছড়াই ঘরে ঘরে,
ক্ষুধার্তকে অন্নে বাঁচিয়ে তুলি।
বেকার যুবকের স্বপ্নে রঙ,
দক্ষতায় গড়ে তুলি পথ,
নারীর হাতে তুলে দিই শক্তি,
স্বনির্ভরতার দৃঢ় শপথ।
কৃষকের মাঠে আধুনিকতার ছোঁয়া,
গবাদি পশুতে নতুন আশা,
হাঁস-মুরগির খামারে
ভবিষ্যতের আয়ের ভাষা।
ভিক্ষুক নয়—মানুষ হিসেবে
ফিরে পাক সম্মানের দিন,
আইনি জটিলতায় হারানোরা
পাক ন্যায়বিচারের নিশ্চিন্ত ঋণ।
বিদ্যুৎ ফাউন্ডেশন কথা নয়,
গল্প নয়, ফাঁপা আশ্বাস নয়—
আমরা বিশ্বাস করি কাজে,
যেখানে ফলাফলই সত্য পরিচয়।
অনেক প্রতিশ্রুতি মানুষ শুনেছে,
কিন্তু দেখেনি বাস্তব রূপ—
আমরা সেই ধারার ইতি টেনে
দেখাতে চাই পরিবর্তনের দৃশ্যমান সূচক।
বিদ্যুৎ ফাউন্ডেশন—
বাস্তবতার নাম, বিশ্বাসের ঠিকানা,
মানবসেবায় এক নতুন দৃষ্টান্ত,
আলোর পথে এগিয়ে চলা নিরবচ্ছিন্ন যাত্রা।
চলুন, সবাই একসাথে থাকি,
হাত ধরাধরি করে,
মানবতার বাংলাদেশ গড়ি
ভালোবাসা আর সেবার জোরে।