মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান
শাহ মজিদিয়া আল কুরআনুল কারিম ইনস্টিটিউট, ৮নং ওয়ার্ড, মজিদার পাড়া, লোহাগাড়ায় ঝাঁক ঝমকপূর্ণ ভাবে দস্তারে ফজিলত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২২ জানুয়ারি, বৃহস্পতিবার মাদ্রাসার পাশে মাঠে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ শহিদুল মোস্তফা 'র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া ভবন মালিক এসোসিয়েশন এর যুগ্ম আহবায়ক ও ফোরকান টাওয়ারের সত্ত্বাধিকারী আলহাজ্ব সৈয়দ ফোরকান আহমদ। প্রধান বক্তা ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসা পরিদর্শক মোহাম্মদ জুনাঈদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদিনা প্রবাসী ফোরাম এর সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ ও ফোরকান টাওয়ারের ম্যানেজার মোহাম্মদ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ শহিদুল মোস্তফা। এছাড়াও অসংখ্য হাফেজকে কোরআন সমাপ্ত করায় পরী প্রদান ও সম্মাননা স্মারক প্রদান করছেন অতিথিরা।