সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে দিনের পরিবর্তে রাতে কৃষি জমির টপসয়েল কেটে নেয়ার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৮ টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, মাটি ব্যবসায়ী চক্র প্রশাসনের তৎপরতা বুঝতে পেরে দিনের পরিবর্তে রাতে মাটি কেটে থাকে। এমন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৮ টা থেকে আড়াইটা পর্যন্ত সিংগাইর উপজেলার বলধারা, বায়রা ও সায়েস্তা ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কর্তনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৪টি স্থানের মাটিকাটা ততক্ষনাৎ বন্ধ করা হয় এবং মাটিকাটার কাজে ব্যবহৃত ৩টি এক্সকাভেটর অকার্যকর করা হয়।
একই সময় বায়রা ইউনিয়নে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ১ টি মামলায় ৪ লাখ অর্থদন্ড করা হয়। এ অভিযান পরিচালনার সময় থানা পুলিশ,গ্রাম পুলিশ,ভূমি অফিসের কর্মকর্তা,কর্মচারী এবং এলাকার সচেতন জনগন সহায়তা করেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরণের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।