শাহ্ ফুজায়েল আহমদ, বিশেষ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ মনোনীত ও এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম ঈগল মার্কা প্রতীকে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন।
২৪ জানুয়ারি শনিবার বাদ জোহর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই, দাওরাই বাজার, কালাম্বরপুর, মিলিক ও শুক্লাম্বরপুর গ্রামে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজখবর নেন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন।
গণসংযোগকালে সৈয়দ তালহা আলম বলেন, “আমি এই এলাকার মানুষের সেবা করতে চাই। জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের মাধ্যমে একটি সমৃদ্ধ ও আধুনিক উপজেলা গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। এ জন্য আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।”
গণসংযোগে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা এবি পার্টির আহ্বায়ক আলী আসগর ইমন, সদস্য সচিব আলী আহমদ, সৈয়দপুর ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলী, বাবুল দাস, এরশাদ হাবিবীসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
এদিকে প্রার্থীর পক্ষে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খাসিয়া পাড়া ও উলুকান্দি গ্রামে মহিলাদের একটি দল বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ চালায়। স্থানীয় ভোটারদের মধ্যে এ গণসংযোগকে ঘিরে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।