জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ আসনে এবিপার্টি মনোনীত এমপি প্রার্থী সৈয়দ তালহা আলম চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকার মাঠে-ময়দানে। সকাল থেকে রাত পর্যন্ত জনসমর্থন আদায়ে ছুটে চলছেন মানুষের বাড়ি বাড়ি। নারী-পুরুষ সবার কাছে করছেন ভোট প্রার্থনা।
এরই অংশ হিসেবে ২৪ জানুয়ারি শনিবার দিনব্যাপী জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই বাজার, মিলিক, শুকলাম্বরপুর, কলম্বরপুরসহ অত্র ইউনিয়ন এলাকার বিভিন্ন গ্রামে মানুষের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগকালে ভোট ও দোয়া কামনা করেন এমপি প্রার্থী সৈয়দ তালহা আলম। এ সময় এবিপার্টি জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক আলী আছগর ইমন, আলী আহমদ, বাবুল দাস, মাওলানা এরশাদ হাবিব, ইউপি সদস্য খুর্শেদ আলম, শাহ ফুজায়েল আহমদসহ উপজেলা ও স্থানীয় এবিপার্টির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে-এমপি প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল প্রতীকের সমর্থনে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের উলুকান্দি ও খালিশাপাড়া গ্রামে এবিপার্টির মহিলা বিভাগের নেতৃবৃন্দ গণসংযোগ করেন।