সানজিদা রুমা নরসিংদী:
নরসিংদী-২ (পলাশ) বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান
নিজ উপজেলা এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।২৪ জানুয়ারি শনিবার সকালে পলাশ উপজেলা কাঠালিয়া, আমদিয়া ইউনিয়নে চাঁনগাও তেতুলিয়া ভোইয়ুম প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারে অংশ নেন তিনি। এ সময় বিভিন্ন হাটবাজার, সড়ক ও জনবহুল এলাকায় দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধার , আমদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মাহবুব আলমসহ স্থানীয় বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।