
সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের কুক্ষাত সন্ত্রাসী উজ্জ্বল মিয়া (৩৫) পিতাঃ ছমেদ মিয়া,বাড়ি হতে আজ ২৪/০১/২০২৬ইং ভোর ৬:১০ হতে ১০:১০ পর্যন্ত সেনাবাহিনীর অভিযান চলে।
অভিযান পরিচালনায় ছিলেন বিএ ১০৭০১ ক্যাপ্টেন শাকিল মাহমুদ ১২ ইঞ্জিঃ এর নেতৃত্বে মধ্যনগর আর্মি ক্যাম্প হতে স্পেশাল টহল পরিচালনা করে নিম্নবর্ণিত পরিত্যক্ত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তলোয়ার ০১টি,দেশীয় রামদা ৪ টি,দেশীয় কুড়াল ০৩ টি, ৪দেশীয় দা, বটি ০৪টি,দেশীয় বড় ছুরি ০৫টি, দেশীয় চাকু ছোট ০৪টি,টেডা-১৭টি,ফলার ০৫টি,ঢাল ১১টি,বর্ষা ৩৫টি,চায়না চাকু-০১টি, বল্লম-১টি।
উক্ত অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানানো হয়েছে। স্থানীয় এলাকাবাসী সেনাবাহিনীর এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে নিরাপত্তা জোরদারের দাবি জানান।