মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম
চট্রগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের HPL পশ্চিম হাজারিবাগ পাওয়ার লায়ন্স উদ্যোগে আয়োজিত রিদুয়ান স্মৃতি ব্যাটমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নেছার ,নোমান । ফাইনাল খেলায় তারা প্রতিপক্ষেকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।
টুর্নামেন্টে শুরু থেকেই দারুণ পারফরম্যান্স প্রদর্শন করে খেলোয়াডরা। সেমিফাইনালসহ প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষকে সহজেই হারিয়ে ফাইনালে ওঠে দলটি।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন।
তিনি চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালাহ উদ্দিন সোহল , প্রবাসী বিএনপির নেতা রাশেদুল আমিন চৌধুরীসহ স্থানীয় ক্রীড়া সংগঠক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক।
আমিরাবাদ মোবাইল মার্কেটের ব্যবসায়ী সেলো সিটির মালিক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম উদ্দ্যেক্তা মোহাম্মদ তারেক জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। স্থানীয় ভাবে আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান তারা।