শাহ্ ফুজায়েল আহমদ, স্টাফ রিপোর্টারঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি) মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম। রোববার (২৫ জানুয়ারি) ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত বিপুল সংখ্যক ভোটার ও সমর্থক। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগটি এক পর্যায়ে বৃহৎ জনসমাবেশে রূপ নেয়।
গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সদস্য সিরতাজ আহমদ জালালি ও মুসাহিদ আলী। এছাড়াও বক্তব্য দেন বিশিষ্ট আলেম ও জমিয়ত নেতা হাফিজ হোসাইন আহমদ, মাওলানা আফাজ উদ্দিন, হাফিজ আতিক আহমদ, মাওলানা সাহিন আহমদ এবং মাওলানা আজিজুল হক।
স্থানীয় মুরব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন তালুগাঁও গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুস সালাম, সাবেক মেম্বার নুর মিয়া ও নজিবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির শান্তিগঞ্জ শাখার সদস্য সালমান আহমদ, জাহাঙ্গীর হোসেনসহ দলের শতাধিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গণসংযোগকালে প্রার্থী সৈয়দ তালহা আলম ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে খোঁজখবর নেন এবং জয়কলস ইউনিয়নের দীর্ঘদিনের জনদুর্ভোগ, বিশেষ করে বেহাল সড়ক যোগাযোগ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, টেকসই উন্নয়ন, ন্যায়বিচার ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ‘আমার বাংলাদেশ পার্টি’ দৃঢ়প্রতিজ্ঞ।
এ সময় সাধারণ ভোটাররা এলাকার জলাবদ্ধতা নিরসন, সড়ক সংস্কার ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নের দাবি তুলে ধরেন। সৈয়দ তালহা আলমের নির্বাচনী গণসংযোগে জয়কলস ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।