
পাহাড়ে তার জন্ম, পাহাড়েই বেড়ে ওঠা,
ছোট থেকেই লালন-পালনে শেখে জীবন গড়া।
শিক্ষায়-দীক্ষায় দক্ষ সে, কাজে সে অবিচল,
চাপটা নিতে জানে ভালো, মন তার দৃঢ় ও বল।
দেখতে তার ফর্সা গায়ে পাহাড়ি রঙের ছোঁয়া,
গোলাকার মুখমণ্ডল, চোখে সরল বোঝা।
চোখ দুটি বোবা-বোবা, নাকটি তার চাপটা,
ঠোঁট দুটি মোটা-মোটা, গাল বড় ও সাপটা।
মাথার কেশ ঘন কালো, খুব বেশি লম্বা নয়,
শরীরটা লম্বা নয়, তবু শক্তিতে ভরপুর হয়।
কান দুটি গোলাকৃতি, হাত দু’খানা খাটো,
আঙুল মোটা-মোটা তার, কাজে বেশ পাকা তো।
পোশাক পরে সহজভাবে, নিজের হাতে তৈরি,
চলনে-ভঙ্গিতে বোঝা যায় স্বভাবটি তার স্থিরই।
শরীর গঠন স্বাস্থ্য ভালো, চলাফেরা চটপটে,
আচরণে সমাজসম্মত, ভদ্রতা থাকে ঘরে।
তবু কথায়-ব্যবহারে তার আলাদা এক বল,
কাজের দক্ষতায় কখনো সাহস হারায় না মন।