কলমেঃ শিরিনা আক্তার
বিজয় মানে মুক্তি কামী
সব মানুষের আশা
বিজয় মানে ক্ষনে ক্ষনে
নতুন করে বাঁচা।
বিজয় মানে
কান্না দুরে নতুন প্রানের সুর,
বিজয় মানে জেগে ওঠা
সব মাড়িয়ে দূর।
বিজয় মানে
জলোচ্ছ্বাসের মতো ই কলরব,
বিজয় মানে শত শত আয়োজনে
কত না উৎসব।
বিজয় মানে ভুলে থাকা
বঞ্চনা আর গঞ্জনাগুলো,
বিজয় মানে দাবিয়ে দেওয়া
রক্ত ভেজা ধুলো।
বিজয় দেখো মায়ের হাসির
কান্নারত গান,
বিজয় দেখো বাবার চোখের
ধূসর বেলার প্রাণ।
বিজয় দেখো নববধূর
মেহেদী হাতের রঙ্গে
বিজয় দেখো কিশোর বেলার
হাজার রকম ঢঙ্গে।
বিজয় হলো
ধর্ম ও মানবতার সুর,
বিজয় হলো দেশপ্রেম আর
দারিদ্রতা দূর।
বিজয় আছে লাল সবুজের
এই পতাকা তলে,
বিজয় আছে এই বাংলার পাহাড়, নদী, জলে।
বিজয় থাকে বিল শাপলার চারিদিকে থৈথৈ,
বিজয় থাকে মনমাঝিদের
ডিঙ্গি নায়ে হৈচৈ।
বিজয় দেখি সুপ্রভাতের
পাখির কন্ঠে বেশ,
বিজয় দেখি শিশুর খেলায়
থাকে সাথে রেশ।
বিজয় মানে রিক্ত প্রানের
সিক্ত কথা বলা,
বিজয় মানে কোলাহলে
শিশুর দৌড়ে খেলা।
বিজয় মানে উড়ে চলা
হাজার পাখির মতো,
বিজয় মানে বিশ্ব দেখা
ঘুরে ঘুরে অবিরত।
বিজয় আমার স্বাধীন দেশ
বিজয় আমার প্রাণ,
বিজয় আমার ছন্দে লেখায়
বিজয় আমার গান।
বিজয় আমায় বানায় কবি
লিখি কবিতা,
সবুজে শ্যামল মন ভরে দেয়
হয়ে যায় মিতা।
বিজয় পেতে মরলো কত ভাই বন্ধু
মরলো আপনজন,
ঝরে গেছে কতশত প্রাণ
হিসেব নাই তো ক্ষণ।
বিজয় নিয়ে কখনো করো নাকো
তামাশার পরিবেশ,
সব বিজয়ের ভিতর থাকে
পরাধীনতার শেষ।