সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) প্রকল্পের আরসিসি ঢালাইয়ে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর বাধাঁয় কাজ বন্ধ হয়েছে। পুন:রায় কাজটি না করায় গুরুত্বপূর্ন সড়কটিতে যাতায়াতে জনসাধারনের চরম ভোগান্তিতে পরতে হচ্ছে। এমন অভিযোগ ওঠেছে হানিফ ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটছে, উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গির-আঠালিয়া সড়কের মান্নান মোল্লার বাড়ি হতে দুলাল মাদবরের বাড়ি পর্যন্ত।
স্থানীয় রাজিব ও মামুন হোসেন জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) প্রকল্পের দুই'শ মিটার আরসিসি ঢালাইয়ের সময় ইটের ওপর ব্লক না দিয়ে বালুর ওপর সরাসরি রড বিছিয়ে সিমেন্ট কম দিয়ে ইটের খোয়া বেশি দিয়ে তারাহুরা করে নিম্নমানের ঢালাইয়ের কাজ চলছিলো। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে কাজে বাঁধা দেন। পরে হানিফ ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে চলে যায়। এতে গুরুত্বপূর্ন এ সড়ক দিয়ে যাতায়াতে জনসাধারণের চরম ভোগান্তিতে পরতে হচ্ছে ।
সরেজমিনে রবিবার সন্ধ্যায় স্থানীয় মো.সানোয়ার হোসেন মেম্বারেরর সাথে কথা বলে জানাযায়, ঢালাইয়ের কাজে অনিয়ম হয়েছে। কাজটি যেভাবে করার কথা ছিলো সেভাবে হয়নি। তাই এলাকাবাসী বাঁধা দেয়। যতটুকু কাজ হয়েছে সেটুকু ভেঙ্গে পুন:রায় করে দেয়ার কথা হলেও কাজটি হচ্ছে না। এসময় প্রকল্পের নির্মাণ ব্যয়ের সাইনবোর্ডের কোন অস্তিত্ব দেখা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অটোচালক জানান,নিম্নমানের কাজ করায় লোকজন কাজ বন্ধ করে দিয়েছে। বাকিটুকু রড বিছানো রয়েছে। অনেক ঝুঁকি নিয়ে আমাদের চলতে হচ্ছে।
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান হানিফ টেড্রার্সের সত্ত্বাধিকারি মো.হাসান কাজটি বন্ধ হওয়ার কথা স্বীকার করলেও ঢালাই কাজে অনিয়মের কথা অস্বীকার করেন। কাজটিতে নির্মাণ ব্যয় প্রায় ২৮ লক্ষ টাকা ধরা হয়েছে বলেও জানান তিনি।
উপজেলা প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম ভূইয়া জানান, কাজ নিম্নমানের হয়নি। তবে এক জায়গা একটু সমস্যা হয়েছিল। কিছু কাজ বাকি আছে দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে বলেও জানান তিনি।